জয়পুরহাটে নিজ বাসা থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) সকাল ১০টায় শহরের আরাফাত নগরের নিজ বাসার শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা। ওয়াকিল আহাম্মেদ ওরফে অনিক (৩২) নামে ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। আত্মহত্যার কারণ জানেন না তারা।
ওয়াকিল মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেলে। তিনি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শহরের প্রধান সড়কের ফৌজিয়া মার্কেটে স্বাক্ষর প্লাস নামে একটি পোশাকের দোকান রয়েছে তার। পারিবারিক পরিবহন ব্যবসাও দেখাশোনা করতেন অনিক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অনিকের বাবা রফিকের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকায় আত্মগোপনে আছেন। গত মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে দেখা করতে গোপনে বাড়ি আসেন তিনি। ছেলে অনিকই বাড়ির দরজা খুলে দেন। সবাই একসঙ্গে রাতের খাবার খান। বুধবার সকাল ১০টার দিকে অনিক ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান গৃহপরিচারিকা। তখনই শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন। তখন ওয়াকিলের ঘরে ছুটে আসেন তার বাবা ও স্বজনরা। তারা সিলিং ফ্যানে ঝুলন্ত নিথর দেহ নিচে নামান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
অনিকের ফুপাতো ভাই তাজিম হোসেন জানান, অনিকের এই আত্মহত্যা সবার জন্য খুব কষ্টের। তার তিন বছরের একটি শিশুপুত্র রয়েছে। অনিকের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। বাবার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। সব মিলিয়ে মানসিক অস্থিরতায় অনিক আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা প্রতিবেশীদের।
সদর থানার ওসি শাহেদ আলম মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশের ময়নাতদন্ত করতে চেয়েছিল। কিন্তু পরিবারের আপত্তির কারণে আর ময়নাতদন্ত করা হয়নি।
মন্তব্য করুন