গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট গ্রামে সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রাজাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজাবিরাট গ্রামের ফিলোমিনা হাসদা নামে এক নারীকে নির্যাতন ও তার বাড়িতে অগ্নিসংযোগের মামলায় প্রধান আসামি ছিলেন চেয়ারম্যান রফিকুল ইসলাম।
গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা কালবেলাকে বিষয়টি নিশ্চিত বলেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসামি রফিকুল ইসলামকে ঢাকা থেকে গাইবান্ধায় ফিরিয়ে আনা হচ্ছে।
এর আগে গত শুক্রবার রাজাবিরাট বরট্ট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফিলোমিনা হাসদা ও তার পরিবারের স্বজনদের ওপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুলের বিরুদ্ধে।
এ হামলার প্রতিবাদে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এবং সামাজিক সংগ্রাম পরিষদ যৌথভাবে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পদ থেকে রফিকুল ইসলামকে বহিষ্কার করে জেলা বিএনপি।
মন্তব্য করুন