দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তের চাপড়া গ্রাম থেকে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার (৮ জানুয়ারি) গ্রেপ্তার আটজনকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আটজন হলেন- বগুড়া সাবগ্রাম এলাকার মংলা দেবনাথ (৫২), তার তিন ছেলে গণেশ দেবনাথ (৪০), সোহাগ (৩১), বুদা দেবনাথ (৩৫) ও বুদা দেবনাথের ছেলে বিকাশ দেবনাথ (১৬) এবং দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের কামরুজ্জামান হিটলার (৩৫) ও অনুপ্রবেশে সহায়তাকারী বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মমিনুর রহমান (৩৫) ও চাপড়া গ্রামের ছইবুর রহমান (৩২)।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা করে মঙ্গলবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম কালবেলাকে বলেন, তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা করা হয়েছে। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পাচারের জন্য চাপড়া গ্রামে কিছু লোক জড়ো করার খবরে সোমবার বিকেলে অচিন্তপুর বিওপির টহল বিজিবি অভিযান চালান। এ সময় গ্রামবাসীর সহায়তায় আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, অনুপ্রবেশে সহায়তাকারী আরও পাঁচজন পালিয়ে গেছে। বিজিবি পাঁচটি মোবাইল ফোন, বাংলাদেশি ও ভারতীয় ১৬টি সিমকার্ড, চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড ও একটি ভারতীয় প্যানকার্ড জব্দ করেছে।
মন্তব্য করুন