বান্দরবানের আলীকদম উপজেলায় ছোট ভাইকে হত্যার ঘটনায় আবু মুছা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিনি দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নিহত নুরুল আবছার মামুন ও তার বড় ভাই আবু মুছার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ৪ জানুয়ারি সকালে আলীকদম থানাধীন ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় মকবুল সওদাগরের দোকানের সামনে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবু মুছা তার ছোট ভাই মামুনকে কিল, ঘুষি মারতে থাকেন এবং তার বাম কানে কামড় দিয়ে কানের নিচের অংশ ছিঁড়ে ফেলেন। মারধরে ঘটনাস্থলে মামুন মারা যান।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন কালবেলাকে বলেন, নিহতের মা মামলা করেছেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন