বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর মামলায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে নগরীর কাচারিবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) এ বি এম জাহিদুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর ছোড়া গুলিতে আহত হন নগরীর পূর্ব শালবন মিস্ত্রীপাড়া এলাকার সবজি ব্যবসায়ী শাহ আলম। তার দায়ের করা মামলার ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি।
মামলা সূত্রে জানা গেছে, ১৪ জুলাই মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান আন্দোলন দমাতে একটি বৈঠক ডাকেন। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের ডাকা হয়। এ বৈঠকে যে কোনো মূল্যে ছাত্র আন্দোলন দমাতে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৯ জুলাই সিটি বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন সবজি বিক্রেতা শাহ আলম। পরে ২৪ অক্টোবর মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা করেন তিনি। এতে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় তিন শতাধিক আসামি করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক সিদ্দিকী, মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক উপপুলিশ কমিশনার মারুফ হোসেন, সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান প্রমুখ।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন