নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতা আটক হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। এর আগে সোমবার রাত ৮টায় হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড গুল্লাখালী গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে।
অভিযুক্ত মিজানুর রহমান (৩৭) গুল্লাখালী ৯ নং ওয়ার্ড়ের পৌরসভা গ্রামের মৃত ছালেহ উদ্দিনের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী নারী জানান, সোমবার রাতে আমি বাবার বাড়িতে ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পাশের ঘরে বাবা-মা ঘুমাচ্ছিলেন। এ সময় মিজান ঘরে ঢুকে আমার মুখ চেপে ধরে। সে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমার চিৎকারে বাবা-মা ঘরে চলে আসেন। পরে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা জাকিয়া সুলতানা বলেন, আমি উপজেলা অফিসে ছিলাম। পরে এসে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে মৌখিকভাবে অবগত করেছি।
হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, মিজানের বিরুদ্ধে এর আগেও একটি অভিযোগ এসেছে। সেটির তদন্ত পরবর্তী তার বেতন ভাতা গত দুইমাস বন্ধ আছে। আজ আবার ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মামলার কপি পেলে আমরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করব।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী বাদী হয়ে মিজানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন