গাছি সমাবেশে খেজুর গুড়ে ভেজাল না দেওয়ার শপথ নিয়েছেন যশোরের শতাধিক গাছি। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে গাছি সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা তাদের শপথ করান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, উপজেলা পরিষদ চত্বরে আগামী ১ মাঘ থেকে তিন দিনব্যাপী খেজুর গুড়ের মেলা অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলার সব গাছিকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের ঐতিহ্য সংরক্ষণে গাছিদের এগিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, পাবিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, সাংবাদিক রহিদুল ইসলাম খান, উদ্যোক্তা আতাউর রহমান, গাছি আবুল গাজী প্রমুখ।
মন্তব্য করুন