ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়াদোর্ত্তীণ ওষুধ দোকানে মজুত রাখায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম সরওয়ার।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর বাজারের ভূঁইয়া ফার্মেসিতে মানুষ ও পশুর ওষুধ বিক্রি করা হয়। মঙ্গলবার দুপুরে ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার সত্যতা পায়। এ সময় দোকানে বিক্রির জন্য মেয়াদোর্ত্তীণ ওষুধও পাওয়া যায়। পরে আদালতের মাধ্যমে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারেক মাহমুদ।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম সরওয়ার বলেন, একটি ফার্মেসিতে মানুষ ও পশুর ওষুধ বিক্রি করা অন্যায়। দোকানটিতে মেয়াদোর্ত্তীণ ওষুধ পাওয়া গেছে। এ কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন