গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিনজন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) আলাদা সময়ে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) ও টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)। শ্রীপুরের মাওনার ইয়াসমিন টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মী আবুল মনসুর। তার বাড়ি জামালপুর জেলার পুজিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর-মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাচালক করিম মিয়া কালিয়াকৈর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ফুলবাড়িয়াগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক করিম মিয়া নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে অপর দুই যাত্রী অয়ন রায় ও সুদীপ রায়ের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাক ও অটোরিকশা জব্দ করে ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, মঙ্গলবার বিকেলে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একই দিন দুপুরে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন নিরাপত্তা কর্মী মনসুর। রাস্তা পারাপারের সময় স্থানীয় একটি সিএনজি স্টেশনের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে মাইক্রোবাস, ট্রাকে চাপা দিলে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পারাপারের সময় ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাস-ফকলিভ-ট্রাক জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন