সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

কাচ্চি ডাইনে অভিযান, ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকের ওপর হামলা

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযানের সময় ফটো সাংবাদিকের উপর হামলা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযানের সময় ফটো সাংবাদিকের উপর হামলা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কাচ্চি ডাইনের কর্মচারীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে।

আহত ফটোসাংবাদিকরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও মাই টিভির একরামুজ্জামান জনি।

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন ‘কাচ্চি ডাইনে’ আউটলেটে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।

এ সময় ‘কাচ্চি ডাইন’-এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, অ্যাপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় রেস্টুরেন্টের ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, অভিযানের আগে রেস্টুরেন্টটির খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের নোংরা পরিবেশসহ সুনির্দিষ্ট কিছু নিয়ম না মানায় তাদের প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভুক্তভোগী মাই টিভির ফটো সাংবাদিক একরামুজ্জামান জনি জানান, ‘অভিযান শেষে ফটো আমরা কয়েকজন ফটো সাংবাদিক রান্নাঘরসহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, এসএ টেলিভিশনের ফটোসাংবাদিক জাকির হোসেন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।’

সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিকী বলেন, ‘ফটো সাংবাদিকদের ওপরে হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে। কাচ্চি ডাইনির ম্যানেজারসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে পুলিশ ফটো সাংবাদিকদের উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত ডা. জুবাইদা রহমান

মেয়াদোত্তীর্ণ সরিষার তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নতুন ভবন নির্মাণসহ ৩ দাবি ঢাবির এসএম হল শিক্ষার্থীদের 

জিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা আত্মসাৎ

আমলাতান্ত্রিক জটিলতায় ব্রাজিল থেকে আমদানি হয়নি গরুর মাংস : রাষ্ট্রদূত

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

জিম্মিদের ফেরত না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে : ট্রাম্পের হুঁশিয়ারি

দখল, হামলা ও মামলা বাণিজ্যের অভিযোগ / বিতর্ক পিছু ছাড়ছে না বরিশাল মহানগর বিএনপির

মূল্যস্ফীতি এখনো বাড়তি, চাপে দিনমজুররা : পরিকল্পনা উপদেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি

১০

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

১১

বিএনসিসির সর্বোচ্চ র‍্যাঙ্ক ‘সিইউও’ পেলেন জবি শিক্ষার্থী নাহিদ

১২

নরকেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হবে না : ট্রুডো

১৩

 ২ মিলিয়ন ছাড়াল ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক

১৪

ছবিতে লন্ডনে জিয়া পরিবারের আবেগঘন মিলন

১৫

বাকৃবিতে শিবিরের সভাপতি ফকরুল ও সেক্রেটারি ত্বোহা

১৬

বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ 

১৭

জবি প্রক্টরের ওপর হামলা : ৩ দাবিতে আলটিমেটাম 

১৮

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাতের আলটিমেটাম

১৯

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

২০
X