লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযানে যা মিলল

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযান। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযান। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচলনা করা হয়েছে। নানা অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পরিচ্ছন্নতাকর্মী বাবর উল আলম পাসপোর্টের আবেদন জমা নেওয়ার কাজ করার তথ্য উঠে আসে।

একই সময় পাসপোর্ট অফিসের দায়িত্বে থাকা আনসার সদস্য ও কয়েকজন কর্মকর্তা সেবা গ্রহীতাদের অহেতুক হয়রানিসহ অশোভন আচরণের সত্যতা মিলেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সহকারী পরিচালক মো. আজগর হোসেন বলেন, একজন সেবাগ্রহীতা অভিযোগ করেছেন লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে দালালের মাধ্যমে না এলে হয়রানির শিকার হতে হয়। পাসপোর্ট পেতেও লম্বা সময় অপেক্ষা করতে হয়। ওই গ্রাহক দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগ করেন। প্রধান কার্যালয়ের অনুমতিক্রমে আমরা লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, অভিযানের সময় অফিস চত্বরের ভেতরে দালালের উপস্থিতি পাইনি। তবে আমরা প্রাথমিকভাবে দেখতে পেয়েছি সেবাগ্রহীতারা খারাপ ব্যবহারের শিকার হচ্ছেন। এ বিষয়ে সহকারী পরিচালককে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো দালালের মাধ্যমে সেবাগ্রহীতাদের যেন আসতে না হয়, এখানে এসে যেন কেউ বলতে না পারে যে আমরা মাধ্যম হয়ে এসেছি, এ ধরনের একটি নির্দেশনা দিয়েছি। অভিযোগ রয়েছে- দালালের মাধ্যমে যেসব আবেদন করা হয় তাতে সুনির্দিষ্ট কিছু চিহ্ন থাকে। কিন্তু আমরা বেশ কিছু আবেদন যাচাই করে তা পাইনি। তবে দু-একটি নোট পেয়েছি।

পরিচ্ছন্নতাকর্মীর বিষয়ে দুদকের সহাকারী পরিচালক বলেন, অফিসের আদেশ অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মী বাবর পাসপোর্ট আবেদনগুলো যাচাইয়ের কাজ করছেন। আমাদের ডকুমেন্টস দেখানো হয়েছে।

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আবু সাঈদ বলেন, দুদকের এটি নিয়মিত অভিযান। তারা আমাদের কাছে তথ্য জানতে চেয়েছেন। আমরা কীভাবে কাজ করছি তা বলাও আমাদের দায়িত্ব। আমরা তাদের সবকিছু বলেছি। তারা আমাদের বলেছেন- সেবাগ্রহীতারা যেন হয়রানি না হয়, এজন্য আমাদের আন্তরিকভাবে কাজ করতে। লোকের স্বল্পতা থাকায় পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে বাড়তি কাজ করানো হয়। কাজটি জটিল না হওয়ায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো জনগণ ভালোভাবে নেয়নি : রিজভী

নওগাঁর ৫০ পয়সার ফুলকপি ঢাকায় ৩০ টাকা

খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত ডা. জুবাইদা রহমান

মেয়াদোত্তীর্ণ সরিষার তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নতুন ভবন নির্মাণসহ ৩ দাবি ঢাবির এসএম হল শিক্ষার্থীদের 

জিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা আত্মসাৎ

আমলাতান্ত্রিক জটিলতায় ব্রাজিল থেকে আমদানি হয়নি গরুর মাংস : রাষ্ট্রদূত

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

জিম্মিদের ফেরত না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে : ট্রাম্পের হুঁশিয়ারি

১০

দখল, হামলা ও মামলা বাণিজ্যের অভিযোগ / বিতর্ক পিছু ছাড়ছে না বরিশাল মহানগর বিএনপির

১১

মূল্যস্ফীতি এখনো বাড়তি, চাপে দিনমজুররা : পরিকল্পনা উপদেষ্টা

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি

১৩

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

১৪

বিএনসিসির সর্বোচ্চ র‍্যাঙ্ক ‘সিইউও’ পেলেন জবি শিক্ষার্থী নাহিদ

১৫

নরকেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হবে না : ট্রুডো

১৬

 ২ মিলিয়ন ছাড়াল ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক

১৭

ছবিতে লন্ডনে জিয়া পরিবারের আবেগঘন মিলন

১৮

বাকৃবিতে শিবিরের সভাপতি ফকরুল ও সেক্রেটারি ত্বোহা

১৯

বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ 

২০
X