বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আদালতে হাজিরা দিতে এলে মেহেরপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মৃদুলের ঠিকাদারির ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচী দায়ের করা একটি চেক ডিজ-অনার মামলায় আদালতে হাজিরা দিতে আসেন তিনি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় দুটি মামলা রয়েছে।
মৃদুলের ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজ-অনার মামলায় মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানা মৃদুলকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন