কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার চরশৌলমারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বজলুর রশিদ উপজেলার চরশৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকতা শাহাদত হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বজলুর রশিদের স্ত্রী ফেরদৌসি আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগ রাজনীতি করলেও কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল না।
এসআই শাহাদত হোসেন বলেন, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা বজলুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন