সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মানববন্ধন

সোমবার বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০-১২ জন মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি : কালবেলা
সোমবার বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০-১২ জন মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি : কালবেলা

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক তাদের সঙ্গে বৈষম্য করেছে ও যথাযথ সম্মান না দেখানোয় এ প্রতিবাদ মানববন্ধন করেন তারা। পরে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজকসহ দায়িত্বশীলরা তাদের গ্যালারিতে বসে খেলা দেখার জন্য নিয়ে যান।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে ১০-১২ জন এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ‘সিলেটের সমন্বয়করা কোথায়’, ‘বিসিবির বৈষম্য মানি না, মানব না’, ‘আহতদের সম্মান ও স্বীকৃতি’ তাদের হাতে থাকা প্লেকার্ডে লেখা দেখা যায়।

মানববন্ধনে উপস্থিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রেজাউল ইসলাম নাহিদ বলেন, ঢাকা পর্বে আন্দোলনে আহতদের জন্য আলাদাভাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল ও তাদের যথাযথ সম্মান করা হয়েছে। কিন্তু এখানে আমাদের কোনো সম্মান দেওয়া হয়নি ও কোনো যোগাযোগও করা হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা সবার প্রাপ্য সম্মান চাই।

মানববন্ধনে অংশ নেওয়া আহত সেলিম আহমদ বলেন, আমাদের দাবি সুচিকিৎসা বাস্তবায়ন ও যথাযথ মূল্যায়ন। এখানে আমাদের মূল্যায়ন করা হচ্ছে না।

এদিকে মানববন্ধন চলাকালে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বিসিবির সভাপতিকে বিষয়টি অবগত করলে বিষয়টি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজকসহ সংশ্লিষ্টরা প্রধান ফটকে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বিকেল সাড়ে ৪টার দিকে আহতদের গ্যালারিতে নিয়ে খেলা দেখার ব্যবস্থা করে দেন। সেখানে বসেই তারা খেলা উপভোগ করেন।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এটা মোটেই কাম্য না, তারা সময়ের সাহসী সন্তান। তাদের সাহসীকতায় আজকে মুক্ত একটি পরিবেশে এই খেলা হচ্ছে। তারা তাদের অধিকারের জন্য এখানে জড়ো হয়েছিল। আমি বিষয়টি জানতে পেরে বিসিবি সভাপতিকে অবগত করি। তিনি বিষয়টি জানার পরপর সংশ্লিষ্টদের পাঠিয়ে আহতদের খেলা দেখার ব্যবস্থা করে দেন।

তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক।

মানববন্ধনে আহতদের মধ্যে উপস্থিত ছিলেন- রেজাউল ইসলাম নাহিদ, আরিফুল ইসলাম, সেলিম আহমদ, আলাল আহমদ, আব্দুল মতিন, শাহাদাত হোসেন, তানিম, সাজন আহমদ সাজু, আজহার উদ্দিন সুজন ও মোহাম্মদ ইকবাল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গোয়াইনঘাট সীমান্তে বিজিবি সদস্যর ওপর হামলার ঘটনায় মামলা

‘আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল’

কর্ণফুলীতে জেলের জালে মর্টার শেল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির দোয়া কর্মসূচি

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া: বিমানবন্দরে মির্জা ফখরুল

ছাত্র-জনতার ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুলকে ছুরিকাঘাত

মক্কায় শাহরুখ-গৌরীর ছবি, ‘ধর্ম বদল’ নিয়ে যা জানা গেল

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন খালেদা জিয়া

১০

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

অপপ্রচারের প্রতিবাদ ছাত্রশিবিরের

১২

‘১৪ বছর পরেও ফেলানী হত্যার বিচার না হওয়া আমাদের জাতীয় ব্যর্থতা’

১৩

দিনাজপুরে তুলার কারখানা আগুনে পুড়ে ছাই

১৪

বিমানবন্দরে খালেদা জিয়া

১৫

কুমিল্লাবাসীর উদ্দেশে হাসনাতের বার্তা

১৬

রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৭

কে হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি?

১৮

বার কাউন্সিলের সচিব হলেন জেলা জজ কামাল হোসেন সিকদার

১৯

রাজশাহীতে শিক্ষককে আটকে রেখে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

২০
X