কক্সবাজারের রামু উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রামু বাইপাস সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
তপন মল্লিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। তপন মল্লিক রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের বাসিন্দা।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী কালবেলাকে জানান, ছাত্র-জনতা রামু বাইপাস এলাকা থেকে তপন মল্লিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে তিনি রামু থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, গত ২০১৮ সালে রামুতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকমাস আগে রামু থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। তপন মল্লিক ওই মামলার এজাহারভুক্ত আসামি।
মন্তব্য করুন