রাজশাহীর দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) বেলা ১১টায় দুর্গাপুর থানা মোড়ের পাশে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা শামসুর ইসলাম, মহিলা কমিশনার ফরিদা ইয়াসমিন নয়ন, মহিলা দলের নেত্রী পাপিয়া সুলতানা, বিএনপি নেতা ডাক্তার নুরুল ইসলাম, বিএনপি নেতা ও ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রমুখ।
এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুস সাত্তার, ৩ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এন্তাজ আলী, ৫ নম্বর ওয়ার্ড পৌর তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোসারফ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা হামিদ, রাজু আহমেদ, সদস্য শাহিনুর ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন