নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দিনদুপুরে এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের চরকৈলাশ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিএনপি নেতার নাম শাহাদাত মোল্লা। তিনি হাতিয়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। তার স্ত্রী মোতাইরা বেগম আলেয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
শাহাদাত মোল্লা জানান, প্রতিদিনের মতো আমার স্ত্রী স্কুলে গেলে আমিও বাজারের উদ্দেশ্যে বের হই। আমার শালার মেয়ে তাসফিয়া (১৩) বাসায় একা ছিল। সে সামনের দরজা বন্ধ করে বাথরুমে যায়। বাথরুম থেকে বের হয়ে দেখে মুখোশ পরা ৭/৮ জন ডাকাত ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তখন ডাকাতরা তাকে দেখতে পেয়ে তার মুখ চেপে গলায় ছুরি ধরে রাখে। পরে তারা তাকে জোরপূর্বক এক গ্লাস পানি খাইয়ে দিলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে চিৎকার করে। তখন আশপাশের লোকজন এসে জড়ো হয়। তাদের মধ্যে কয়েকজন আমাকে ফোন দিলে আমি বাড়িতে ছুটে আসি।
বাড়িতে এসে দেখি আমার দরজা-জানালা আলমারি ভাঙচুর করে সবকিছু তছনছ করে ফেলেছে। এ সময় আমার ঘরে থাকা সাড়ে ৩ ভরি সোনা এবং ৬৫ হাজার টাকা নিয়ে যায়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেল মো. আমান উল্লাহ এবং হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা ঘটনাস্থলে ছুটে আসেন।
সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেল মো. আমান উল্লাহ কালবেলাকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং আলামতগুলো জব্দ করছি। অতিদ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন