বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে যুবদল কর্মী হত্যা মামলায় সেই এসআই রিমান্ডে

রিমান্ড আবেদন মঞ্জুর করার পর আদালতপাড়ায় এসআই মাহফুজুর রহমান কনক। ছবি : কালবেলা
রিমান্ড আবেদন মঞ্জুর করার পর আদালতপাড়ায় এসআই মাহফুজুর রহমান কনক। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কনককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যখন আনন্দ মিছিল নিয়ে মাঠে নেমেছিলাম, ওই সময় তৎকালীন পুলিশ সুপার (এসপি) রাসেলের নির্দেশে পুলিশ আমাদের ওপর ঝাঁপিয়ে পরে। নির্বিচারে গুলি করে। আজ ডিবির সাবেক এসআই কনককে পাঁচদিনের রিমান্ড দেওয়া হয়েছে। এ কনকের গুলিতে সেই দিন আমাদের শাওন মৃত্যুবরণ করে। এ শাওন হত্যার বিচার অবশ্যই হতে হবে। আমরা সাতদিনের রিমান্ড চেয়েছিলাম, আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা চাইনিজ রাইফেল থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় বিএনপির পাঁচ হাজার অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে নিহতের ভাই মিলন মামলা করেছিলেন। সেই মামলা প্রসঙ্গে মিলন দাবি করেন, এই মামলার বিষয়ে তিনি বা তার পরিবারের কেউ কিছু জানে না। পুলিশ তাদের কাছে একটি সাদা কাগজে সই নিয়েছে।

এ ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ২১ অক্টোবর শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে মামলা করেন। মামলায় তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসআই কনকসহ সাবেক পাঁচ সংসদ সদস্যসহ ৫২ জনকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া: বিমানবন্দরে মির্জা ফখরুল

ছাত্র-জনতার ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুলকে ছুরিকাঘাত

মক্কায় শাহরুখ-গৌরীর ছবি, ‘ধর্ম বদল’ নিয়ে যা জানা গেল

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন খালেদা জিয়া

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদ ছাত্রশিবিরের

‘১৪ বছর পরেও ফেলানী হত্যার বিচার না হওয়া আমাদের জাতীয় ব্যর্থতা’

দিনাজপুরে তুলার কারখানা আগুনে পুড়ে ছাই

বিমানবন্দরে খালেদা জিয়া

১০

কুমিল্লাবাসীর উদ্দেশে হাসনাতের বার্তা

১১

রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

১২

কে হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি?

১৩

বার কাউন্সিলের সচিব হলেন জেলা জজ কামাল হোসেন সিকদার

১৪

রাজশাহীতে শিক্ষককে আটকে রেখে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

১৫

এক ছটাক ধানও সংগ্রহ হয়নি ৫ বছরে

১৬

ফ্যাক্টচেকাররা পক্ষপাতদুষ্ট, বাদ দেওয়ার ঘোষণা মেটার

১৭

ঢাবিতে ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠা

১৮

বগুড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৯

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

২০
X