কক্সবাজার অনলাইন মাল্টিমিডিয়া টিটিএন, অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার খবর ডট কমসহ বিভিন্ন পত্র পত্রিকায় ‘রামু বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রামু বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী।
প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি রামু বিদ্যুৎ সরবরাহ দপ্তরে যোগদান করেন। এরপর ২৩ মাসের কর্মকালের মধ্যে গ্রাহক সেবা, রাজস্ব আদায় বৃদ্ধি, সিস্টেম লস্ কমানোসহ প্রি-পেমেন্ট মিটার পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল মিটার উদ্ধার কার্যাদি সমেত ১২৭ জন গ্রাহককে বিদ্যুৎ চুরি, ট্যারিফ বহির্ভূত বিদ্যুৎ ব্যবহারের দায়ে জরিমানা বিল প্রণয়ন করা হয়। এছাড়াও ১২৭ জনকে মোট ৪৭ লাখ ১৯ হাজার ৫৭৬ টাকার মধ্যে ৩০ লাখ ১৫ হাজার ৮৮৬ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও দাবি করেন, গত বছরের ৩ নভেম্বর অস্থায়ী মিটার পাঠক কলিম উল্লাহর শ্বশুর বাড়ি রামুর কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলী গ্রামের আলী আহমদের বাড়িতে মিটার খুলে রেখে অবৈধভাবে সরাসরি বিদ্যুৎ ব্যবহার করে বাড়ি নির্মাণের কাজ করে। এতে ১ লাখ ৩৮ হাজার ১৫৪ টাকা জরিমানা বিল করা হয়৷ এতে তিনি ক্ষুব্ধ হয়ে সদ্য বহিষ্কৃত গোপাল নাথকে সঙ্গে নিয়ে রামু বিদ্যুৎ সরবরাহ দপ্তরের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সাজানো অভিযোগ দায়ের করেন। যা একেবাররেই অগ্রহণযোগ্য।
মন্তব্য করুন