যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫১ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ডিসি আসবেন বলে শীতে দাঁড় করিয়ে রাখা হলো শিশুদের

ডিসি আসবেন বলে শীতে দাঁড় করিয়ে রাখা হলো শিশুদের
অতিথির অপেক্ষায় শীতের মধ্যে জার্সি পরে দাঁড়িয়ে আছে শিশু শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে যথাসময়ে প্রধান অতিথি আসেননি, তাই কনকনে শীতে শুধুমাত্র জার্সি পরে অপেক্ষা করতে হয়েছে টুর্নামেন্টে আসা শতাধিক শিশু শিক্ষার্থীকে। এ নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ভেন্যুতে পৌঁছান সকাল ১১টা ২০মিনিটে। এ সময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আর উদ্বোধনের নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের নিয়ে আসা হয় ভেন্যুতে। ফলে সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভেতর হাফপ্যান্ট ও টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের জবুথুবু অবস্থার সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যশোরের আট উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে বাসে করে শিক্ষার্থীরা খেলার মাঠে উপস্থিত হন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বর কর্মকর্তারা শিক্ষার্থীদের তাদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন। এরপর শিক্ষার্থীরা তাদের জার্সি পরে দাঁড়িয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, খুব ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছাই। উপজেলার জার্সি পড়ে দাঁড়িয়ে ছিলাম। মাইকে কিছুক্ষণ পরপর স্যাররা বলছেন, আর একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু সেই সময় আর আসেননি। খুব কুয়াশা আর শীত ছিল।

খেলার মাঠে উপস্থিত এক শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথারীতি সময়ে খেলার শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পেয়েছে বাচ্চারা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয়।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১৪ বছর পরেও ফেলানী হত্যার বিচার না হওয়া আমাদের জাতীয় ব্যর্থতা’

দিনাজপুরে তুলার কারখানা আগুনে পুড়ে ছাই

বিমানবন্দরে খালেদা জিয়া

কুমিল্লাবাসীর উদ্দেশে হাসনাতের বার্তা

রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

কে হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি?

বার কাউন্সিলের সচিব হলেন জেলা জজ কামাল হোসেন সিকদার

রাজশাহীতে শিক্ষককে আটকে রেখে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

এক ছটাক ধানও সংগ্রহ হয়নি ৫ বছরে

ফ্যাক্টচেকাররা পক্ষপাতদুষ্ট, বাদ দেওয়ার ঘোষণা মেটার

১০

ঢাবিতে ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠা

১১

বগুড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১২

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১৩

সেতু পার হতে হয় সিঁড়ি বেয়ে, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১৪

মেজর ডালিম জামায়াত ও শেখ মুজিব নিয়ে কী বলেছেন

১৫

ধর্ষণকাণ্ডে গ্রামবাসীর হাতে আটক যুবলীগ নেতা

১৬

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় চাইলেন আদালতের কর্মচারীরা

১৭

রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হয়েও ছাত্রদলের শহীদের তালিকায় জবির সাজিদ

১৮

ঘরের মাঠে বরিশালের কাছে বিধ্বস্ত সিলেট

১৯

ডা. জাফরুল্লাহ শুধু রাষ্ট্রের নয়, মানুষের স্বাধীনতা চেয়েছিলেন : সিরাজুল ইসলাম চৌধুরী

২০
X