চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতে প্রয়াত সাংবাদিকসহ বিশিষ্টজনদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন সিইউজে সদস্যরা। পরে সভায় স্বাগত বক্তব্য দেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী। এরপর সাংগঠনিক কার্যক্রমের ওপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সংগঠনের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক, সিইউজের সাবেক চার সভাপতি এম. নাসিরুল হক, মোস্তাক আহমদ, এজাজ ইউসুফী ও মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক যুগ্ম সাধারণ সবুর শুভ, সিইউজের সদস্য রোকসারুল ইসলাম, মোহাম্মদ রুবেল খান, শাহরিয়ার হাসান, ফরিদ উদ্দিন, বিশ্বজিৎ পাল, ইকবাল হোসেন প্রমুখ।
সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিম, দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, প্রতিনিধি ইউনিট প্রধান এম সারওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম উপস্থিত ছিলেন।
দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন ও ২০২৪ সালে আয় ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় আগামী ২৫ জানয়ারি সিইউজে নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন