কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লা নগরীর বিশ্বরোড জামেয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে সব বৈষম্য দূর করার জন্য। সব ক্ষেত্রে সমতা রক্ষার জন্য। কিন্তু যেই বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে সে বৈষম্য দূর হয়নি। ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। ৫ আগস্টে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম। যার জন্য আন্দোলন করেছি, সেই বৈষম্য দূর হয়নি। ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে। আবারও সকল অন্যায় অপরাধ দেদার চলছে।

তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ন রেখে এগিয়ে যেতে হবে। খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে গুম-খুন, মামলা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও নির্যাতিত দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বিজয়ের আনন্দে শহীদ ও আহতদের ভুলে গেলে চলবে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবে রূপ না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালাতে হবে। দেশের চিকিৎসাসেবার উন্নতি ও সেবার মান নিশ্চিত করতে হবে, যেন বিদেশে চিকিৎসার জন্য না যায়।

হুসাইন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাছির আহমাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মীর হুসাইন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তরের সাবেক সভাপতি মাওলানা মাহদী হাসান প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি হুসাইন আহমাদ সভাপতি ও মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল রেখে আবারও ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্ট আমলের মামলার সংস্কৃতি আবার চালু হয়েছে’

আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যা : রাশেদ প্রধান

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ৪ ব্যাংক হিসাব স্থগিত

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার বসতঘরে দুর্বৃত্তদের গুলি

কোহলির উগ্র আচরণে ভারত চাপে পড়েছে, মন্তব্য গাভাস্কারের

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই মৃদুল কারাগারে

ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছেন

৩ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জাঁকিয়ে নামবে শীত

চীনে ভূমিকম্পে মৃত্যু শত ছুঁই ছুঁই, একের পর এক মিলছে মরদেহ

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

১০

আশাশুনি থানায় নবাগত ওসি নোমানের যোগদান

১১

জনআকাঙ্ক্ষা পূরণে সব দল এক কাতারে থাকতে চাই : আলাল

১২

দায়িত্বশীল ইমাম-খতিবদের নিয়ে জামায়াতের সম্মেলন

১৩

হঠাৎ নেকড়ে মারতে জেঁকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন

১৪

‘ছোট একটা ছেলে, ওকে কীভাবে গুলি করতে পারল?’

১৫

তাহসানের সঙ্গে সিঁথির ‘একা ঘর আমার’ চমক

১৬

‘গরিবের অধিকার সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে’

১৭

ওলমো ইস্যুতে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে অসম লড়াইয়ে বার্সেলোনা

১৮

আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে: এরদোগান

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই কমিটি গঠন

২০
X