রাজশাহী ব্যুরো ও বাঘা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজশাহীর বাঘার একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের ১০ জন আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ স্কুলের বেশ কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে।

আহতরা হলেন, তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৮), একই এলাকার মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)।

আহতদের মধ্যে দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, বিএনপি নেতা মানিক (৪৫) ও রফিকুল ইসলাম (৩৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবুর রহমান বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন দিয়েছেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত ইউপি সদস্য আবুল হোসেন ফোনার সন্তান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক পলাশ আহাম্মেদ (৫০) প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন জমা দিয়েছেন।

অপর দিকে, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের প্যানেল থেকে আবেদন জমা দেন প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল (৫০)। এ নিয়ে রোববার সকাল ১১টার দিকে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে সভাপতি প্রার্থী প্রভাষক আনোয়ার হোসেন পলাশ ও প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা একে অপরকে দোষারোপ করে কথা বলেন।

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান কালবেলাকে বলেন, উভয় প্রার্থীর বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুজনই বিএনপির রাজনীতি করেন। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাচাইবাছাই করে যাকে দিয়ে প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালিত হবে, তাকে সভাপতি নির্বাচন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমার এমনটি কথা হয়েছিল। কিন্তু আজ দুপক্ষ সংঘাত সৃষ্টি করে বিদ্যালয়ের বেশকিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে পথে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে?

ঢাকায় পৌঁছালেন ভারতে আটকে পড়া ২২০ বাংলাদেশি

শ্রমিকলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

চীনে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫৩

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি চলছে

ঢাবির মুহসীন হলে পলেস্তারা খসে পড়ে ঘুমন্ত শিক্ষার্থী আহত

১০

ঢাকার তোপখানা রোডের আগুন নিয়ন্ত্রণে

১১

চীনে শক্তিশালী ভূমিকম্পে বহু মৃত্যুর শঙ্কা, ৩২ মরদেহ উদ্ধার

১২

ফের কানাডা দখলের খায়েশ জানালেন ট্রাম্প

১৩

ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি

১৪

ঢাকার তোপখানা রোডে ভয়াবহ আগুন

১৫

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

১৬

ইতালিতে কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের কর্মিসভা

১৭

দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীতের তীব্রতা

১৮

দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি

১৯

৩ ইহুদিকে গুলি করে হত্যা

২০
X