উত্তর হিমালয় অঞ্চলের থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ নিয়ে চতুর্থবারের মতো মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের এ জনপদে। হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা।
রোববার (৫ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল।
এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন লোকজন।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে তেঁতুলিয়ায়। রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, এ সময় বাতাসে আর্দ্রতা পরিমাণ ১০০ শতাংশ ছিল। বাতাসের গতি ঘণ্টায় ৮/১০ কিলোমিটার, যা গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। উত্তরের হিমেল বাতাসে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা বেশি পড়ছে।
মন্তব্য করুন