বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত এ দেশকে নিয়ে স্বপ্ন দেখে। জামায়াত শুধু দলীয় নেতাকর্মীদের কথা চিন্তা করে না। জামায়াত সব সময় দলের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কথাও চিন্তা করে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা জামায়াতের শূরা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে দৃঢতার সঙ্গে পরিকল্পিতভাবে কাজ করছে জামায়াত।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াত সেক্রেটারি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, সিলেট জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা লোকমান আহমদ।
মন্তব্য করুন