মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
রাজশাহী ব্যুরো ও তানোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৭

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে তানোরের কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ভবানীপুর দাখিল মাদ্রাসা চত্বরে শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি ছিল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের। এ সময় আরেক মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের অনুসারীদের বিরুদ্ধে কর্মসূচিতে হামলার অভিযোগ তোলেন বিপক্ষের অনুসারীরা। এতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল ইসলাম ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমানের নাম জানা গেছে। তারা সুলতানুল ইসলাম তারেকের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাদ্রাসা চত্বরে সুলতানুল ইসলাম তারেকের আগমন উপলক্ষে ছোট একটি মঞ্চ তৈরি করা হচ্ছিল। শরিফ উদ্দীনের অনুসারীরা গিয়ে এতে বাধা দেন এবং কিছু চেয়ার ভাঙচুর করেন। এ সময় তারেকের অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। কিছুক্ষণ পর সুলতানুল ইসলাম তারেক সেখানে যান। তিনি যাওয়ার পর তার কর্মী-সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেন। এতে অন্তত ১৭ জন আহত হয়। ওই ঘটনার পর সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ করেন। তখন আর কোনো বাধার সম্মুখীন হননি তিনি। এর আগে গত ১৫ ডিসেম্বর তানোরে ৩১ দফার লিফলেট বিতরণ করতে গেলে তার বহরে হামলা হয়েছিল।

শরিফ উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, ‘সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র বিতরণ করবেন, ভাল কথা। কিন্তু তিনি স্থানীয় বিএনপির নেতাদের দাওয়াত দেননি। ফলে তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে ছোট একটা ঘটনা ঘটেছে।’

সুলতানুল ইসলাম তারেকের অনুসারী শামসুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় আমি নিজেও আহত হয়েছি। এখানে আজ আমাদের সুলতানুল ইসলাম তারেক সাহেবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু মেজর শরিফের অনুসারীরা ভাঙচুর করেছে। এক পর্যায়ে আমাদের ওপর হামলা করে।'

তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাঁসি থাকবে : হাসান জাফির তুহিন

গণতন্ত্র এখনো ফিরে আসেনি : আব্দুস সালাম

জবি প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদ শিক্ষক সমিতির

খালেদা জিয়ার লন্ডন যাত্রা / সুশৃঙ্খলভাবে বিদায় জানাতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

খালেদা জিয়ার বিদেশ যাত্রার আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক 

২৫তম বিসিএস হেলথ ক্যাডার ফোরামের যাত্রা শুরু

জাতীয় নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচনের দাবি নুরের

‘এখানে আমাদের বাপ-দাদাদের জমি আছে, যেকোনো মূল্যে কোটা ফেরত চাই’

শিবির থাকায় অনুষ্ঠান বর্জন ছাত্রদলের

১০

শিবিরকে ফাঁসাতে ছাত্রদল কর্মীর কাণ্ড

১১

৪০ হাজার মানুষের ভরসা নৌকা ও বাঁশের সাঁকো

১২

বন্যার কবলে ভিটেমাটি হারিয়ে পাঁচ মাস ধরে তাঁবুর নিচে তারা

১৩

ভয়ংকর সব যুদ্ধজাহাজ সাগরে নামাতে যাচ্ছে তুরস্ক

১৪

সাতক্ষীরায় মহিষের আক্রমণে আহত ৬

১৫

কাজ না পাওয়ার আশঙ্কায় বিএমডিএর পিডিকে লাঞ্ছিত, আসবাবপত্র ভাঙচুর

১৬

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

১৭

সড়কের ইট তুলে নিলেন আ.লীগ নেতা, এলাকায় উত্তেজনা

১৮

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবি বৈষম্যবিরোধীদের

১৯

সাইকেল চালিয়ে বাংলাদেশে এলেন পর্তুগিজ তরুণী

২০
X