কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের বউকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রাণ গেল শ্বশুরের

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলের বউকে অশ্লীল ভাষায় গালাগালের প্রতিবাদ করায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে আহসান নবী নামে এক যুবক।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেলগড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জিন্দারপুর ইউনিয়নের বেলগড়িয়া গ্রামের মোজাম মণ্ডলের ছেলে। আর ঘাতক আহসান নবী একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আহসান নবী নিহত জাহাঙ্গীরের ছেলে সবুজ মিয়ার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আজ বিকেলে জাহাঙ্গীর ও তার ছেলে আলু ক্ষেতে কাজ করে বাড়ি ফেরার পথে ঘাতক আহসান নবীর সঙ্গে দেখা হয়। এ সময় জাহাঙ্গীরের সামনে ছেলের বউকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন।

এ সময় জাহাঙ্গীর প্রতিবাদ করলে আহসান নবী উত্তেজিত হয়ে কোদাল দিয়ে তার পিঠ ও ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়লে পা দিয়ে বুকে লাথি মারে। ছেলে সবুজ মিয়া বাড়ি থেকে ছুটে এসে ঘাতক আহসান নবীকে থামানোর চেষ্টা করলে তাকেও মারধর করে।

প্রতিবেশীরা এগিয়ে এসে জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক আহসান নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জাহাঙ্গীরের ছেলে সবুজ মিয়া বলেন, আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করছিল আহসান নবী। একপর্যায়ে আহসান নবী আমার বাবাকে কোদাল দিয়ে আঘাত করে। তখন বাবা মাটিতে পড়ে যায়। এরপর সে আবারও বাবার বুকে পা দিয়ে লাথি মারতে থাকে। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করি। আমার চোখের সামনে ঘাতক আহসান নবী আমার বাবাকে হত্যা করল। আমি এ হত্যার বিচার চাই ও ফাঁসি চাই।

বেলগাড়ি গ্রামের প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, একই পাড়ায় বসবাস করে জাহাঙ্গীর ও আহসান নবী। আমি আগেও শুনেছিলাম আহসান নবী জাহাঙ্গীরের ছেলের বউকে উত্ত্যক্ত করত। আজ এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ জাহাঙ্গীরকে হত্যা করল। এ ঘটনা মেনে নিতে পারছি না। আমি চাই ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

কালাই থানার ওসি জাহিদ হোসেন কালবেলাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহসান নবীকে গ্রেপ্তার করে পুলিশি পাহারায় তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যার আসল তথ্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের সময়ে হিন্দুদের জমি বেশি দখল হয়েছে : দুলু

পারভেজ হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছোট কামড়, বড় হুমকি / ম্যালেরিয়া নির্মূলে বাংলাদেশের অগ্রগতি কতদূর?

ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেন যুবদল নেতা

ভারতকে ছাড় দিতে নারাজ পাকিস্তান, চূড়ান্ত জবাবের প্রস্তুতি

আসিফ নজরুল ও হারুন ইজহারের সাক্ষাৎ কাশ্মীর হামলার পরে কি?

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার রায় কার্যকরের দাবিতে সড়কে স্বজনরা

‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ

ডিসেম্বরে ঢাকায় বসছে এটিজেএফবি ইন্টারন্যাশনাল ম্যারাথন

৩৪তম বিসিএস অল ক্যাডারের সভাপতি জয়, সম্পাদক জুয়েল

১০

কালবেলার সাংবাদিকের বাবার ইন্তেকাল

১১

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশের ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় শীর্ষে

১২

চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ নারী মারা গেছেন

১৩

টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১২ শিশু

১৪

পদ্মায় ভেসে এলো মৃত ডলফিন

১৫

পিসিএর সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী 

১৬

ছাত্র অধিকার পরিষদ ছেড়ে গণতান্ত্রিক ছাত্র সংসদে ১৩ নেতাকর্মী

১৭

জয়ে নেপাল মিশন শেষ করল নারী কাবাডি দল

১৮

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

১৯

কারও ফাঁদে পা দেওয়া যাবে না : মুরাদ 

২০
X