সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির ৮ সদস্যের পদত্যাগ
খুলনায় আসিফ চত্বরে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদের দুই দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন আট সদস্য।

শনিবার (৪ জানুয়ারি) শহরের খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের এই ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ও সায়েম রহমান সিয়াম, সদস্য এএইচ রিফাত, নাহিদ হোসেন, জালাল, মুশফিকুর রহমান, সাকিব হাসান ও মেহেদী হাসান।

তারা অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি করা হয়েছে। এ ছাড়া আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হোসেন। তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সাতক্ষীরা জেলার সদ্য ঘোষিত কমিটি বাতিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান।

এই কমিটিকে প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন বলেন, সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে তাতে যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে।

নতুন করে সবার সঙ্গে আলোচনা করে সংযোজন-বিয়োজন করে কমিটির সংস্কার করার দাবি এবং কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা ঢাকায় বসে কমিটি করেছেন। আপনাদের উচিত, সাতক্ষীরায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তারাসহ সবার সঙ্গে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিতে ত্যাগী এবং যোগ্য অনেককে রাখা হয়নি বরং বৈষম্যবিরোধী কমিটিতে বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিল তাদের বাদ রেখে এই কমিটি দেওয়া হয়েছে।

এ সময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এএইচ রিফাত, সায়েম রহমান সিয়াম, মাসকুরা পারভীন মৌ প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইখতিয়ার উদ্দিন, মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন, মো. তানজিদুর রহমান, সাকিব হাসান, রাকিব হাসান, মোমিনুর রহমান, তুহিন হোসেন রিয়াদ, মিজান রহমান, আনারুল ইসলাম সান, সামিউজ্জামান শ্রাবণ, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান, তারিক ইসলাম প্রমুখ।

কমিটি ঘোষণার পরপরই বিভক্ত হয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ২ জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরাফাত হোসাইনকে আহ্বায়ক ও সুহাইল মাহদীনকে সদস্যসচিব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশে ফের ভূমিকম্প অনুভূত

১০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক

‘আ.লীগ ক্ষমতায় থাকতে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে’

বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি থাকবে : হাসান জাফির তুহিন

গণতন্ত্র এখনো ফিরে আসেনি : আব্দুস সালাম

জবি প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদ শিক্ষক সমিতির

১০

খালেদা জিয়ার লন্ডন যাত্রা / নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি

১১

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

১২

খালেদা জিয়ার বিদেশ যাত্রার আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক 

১৩

২৫তম বিসিএস হেলথ ক্যাডার ফোরামের যাত্রা শুরু

১৪

জাতীয় নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচনের দাবি নুরের

১৫

‘এখানে আমাদের বাপ-দাদাদের জমি আছে, যেকোনো মূল্যে কোটা ফেরত চাই’

১৬

শিবির থাকায় অনুষ্ঠান বর্জন ছাত্রদলের

১৭

শিবিরকে ফাঁসাতে ছাত্রদল কর্মীর কাণ্ড

১৮

৪০ হাজার মানুষের ভরসা নৌকা ও বাঁশের সাঁকো

১৯

বন্যার কবলে ভিটেমাটি হারিয়ে পাঁচ মাস ধরে তাঁবুর নিচে তারা

২০
X