জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বাজার সিন্ডিকেট কৃষকদের জন্য বড় বিষফোড়া। এ যে পথে পথে চাঁদাবাজি, এগুলো যেন আগামীতে আমরা বন্ধ করতে পারি সেই প্রচেষ্টা থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে এ সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে কৃষকদের রক্ষা করব। এটা আমাদের অঙ্গীকার।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী সদরের খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক দলের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের বার্তা হলো, কৃষি বাংলাদেশের প্রাণ। এখনো বাংলাদেশের ৬০ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষকদের কোনো সিন্ডিকেট নেই, ট্রেড ইউনিয়ন নেই ও কোনো সংগঠন নাই। আমরা কৃষকদের উজ্জীবিত ও সংগঠিত করছি, যাতে তারা তাদের অধিকারের কথা বলতে পারে। উৎপাদনের ক্ষেত্রে যেসব সরকারি সহযোগিতা সেগুলো যাতে পেতে পায় সেই প্রচেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কৃষকদলের আলাদা কোনো ভাবনা নাই। আমরা বিএনপির একটি অঙ্গ-সংগঠন। আমরা সচেতন মানুষ হিসেবে সচেতন সংগঠন হিসেবে কৃষকদের নিয়ে কাজ করি। পাশাপাশি জাতীয় রাজনীতির কোনো প্রত্যায় বা অনিয়ম হলে সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলি।
জামায়াত সম্পর্কে তিনি বলেন, জামায়াত আর বিএনপি তারা ভিন্ন সংগঠন। তাদের আদর্শ ভিন্ন, নীতি ভিন্ন। তারা তাদের কাজ করছে আমরা আমাদের কাজ করছি। মানুষ যাকে গ্রহণ করবে তারাই আগামী দিনে রাজনীতি করবে।
রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইউবুর রহমান আয়ুবের সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেলিম, সহশিক্ষাবিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান, সহসম্পাদক মো. আবুল হাসান মিয়া।
আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
মন্তব্য করুন