মাদারীপুরের কালকিনিতে পুলিশের সামনেই যুবদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে উপজেলা যুবদলের আরেক নেতা মামুন শিকদারের বিরোধ চলে আসছিল। তারা দুজনেই কালকিনি উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী। এর জেরেই দুপুরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। তারা দুপক্ষই বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকনের অনুসারী।
তারা আরও জানান, সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
মন্তব্য করুন