পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে আ.লীগ নেতাকে বেধড়ক মারধর

আওয়ামী লীগ নেতা আলিউজ্জামান মুন্টু ওরফে মুন্টু মাস্টার। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা আলিউজ্জামান মুন্টু ওরফে মুন্টু মাস্টার। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার চাচা ভাই আলিউজ্জামান মুন্টু ওরফে মুন্টু মাস্টারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। আলিউজ্জামান মুন্টু উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুন্টু মাস্টার আত্মগোপনে ছিলেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরেন তিনি। তবে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় কোনো মামলা নেই। রড দিয়ে পিটিয়ে মুন্টুর হাত-পা থেঁতলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, বিড়ালদহ বাজারে গিয়েছিলেন মুন্টু মাস্টার। কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জেরে স্থানীয় বিএনপির নেতা মো. মিঠুন (৩৫) ও মো. আহসান হাবিব (৩২) তাকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ফেলে। এর পর লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এ সময় তার হাত ও পা থেঁতলে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি আমি এখনও শুনিনি। খোঁজ খবর নিয়ে দেখছি।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু দুর্বৃত্ত মুন্টু মাস্টারকে ধরে পিটিয়ে জখম করেছে বলে শুনেছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে কারা তাকে পিটিয়েছে খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা’

তিন ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার 

রোলেক্স ঘড়ির দাম কত থেকে শুরু

ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে : ইঞ্জিনিয়ার ইশরাক

নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছেন এরদোয়ান

নরসিংদীতে ওরসকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

এএসপি পরিচয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ

আদালতে নথি হারানোর ঘটনায় ব্যারিস্টার খোকনের উদ্বেগ

শৃঙ্খলা ভেঙে একাদশের বাইরে সাব্বির

আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রবীর মিত্র

১০

ফাহিমের ‘লোভ লালসায়’ লজ্জিত সুজন

১১

গুলিস্তান থেকে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার 

১২

হেলসের দুর্দান্ত শতকে রংপুরের টানা চতুর্থ জয়

১৩

বিএসএমএমইউর চিকিৎসক-নার্সসহ ১৫ জন বরখাস্ত

১৪

এবার ভারতেও নতুন ভাইরাস এইচএমপিভি শনাক্ত

১৫

আত্মসমর্পণ করে কারাগারে গেলেন আ.লীগের ৮ নেতাকর্মী 

১৬

ভিসি নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আলটিমেটাম

১৭

৩১ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট পুরোপুরি চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৮

বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৯

‘সংবিধান সংশোধনসহ বহুবিধ রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন’

২০
X