যশোরে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে জনতার ঢল নেমেছে। এ সময় মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন- মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)।
আহতরা জানান, শুক্রবার রাত ৭টার দিকে তারা সকালেই পুলেটহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজে গিয়েছিলেন। মেইন গেটে তালা মারা থাকায় তারা সকলে সেখানে অপেক্ষা করছিলেন। হঠাৎ সেখানে ঠেলাঠেলি শুরু হয়। এক পর্যায় পেছনে দাঁড়িয়ে থাকা লোকজন সামনে আসতে চেষ্টা করলে হট্টগোল শুরু হয়। এ সময় পেছন থেকে ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকা লোকজন নিচে পড়ে পদদলিত হয়। এ সময় ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার জুবাইদা ইসলাম জানান, আহতরা সকলেই পদদলিত হলে কমবেশি আহত হয়েছেন। তাদের মহিলা ও পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আফিফার অবস্থার গুরুতর। বাকিরা আশঙ্কামুক্ত।
উল্লেখ্য, আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজাহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। একই মঞ্চে এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।
মন্তব্য করুন