হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার নুরপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকার ও বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রায় ২০ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ মারা যায়নি।
মন্তব্য করুন