কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁশের খুঁটি সরিয়ে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে কিশোরগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির করিমগঞ্জ জোনাল অফিস।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা বাঁশের খুঁটি সরিয়ে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।
বর্ষায় ঝড় তুফানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে অস্থায়ীভাবে বৈদ্যুতিক খুঁটির পরিবর্তে ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ লাইন দেওয়া হয়, যা নিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর দৈনিক কালবেলার অনলাইন পোর্টালে এবং মাল্টিমিডিয়ায় ‘হাওরে বাঁশের খুঁটিতে ৩৩ কেভি বিদ্যু লাইন, ঝুঁকিতে কৃষকরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে নজরে আসে কিশোরগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতি করিমগঞ্জ জোনাল অফিসের।
পল্লী বিদ্যুৎ চৌগাংগা ইউনিয়ন অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ও লাইন টেকনিশিয়ান মো. মোমেন মিয়া জানান, বর্ষায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে অস্থায়ীভাবে বাঁশের খুঁটি তৈরি করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাঁশের খুঁটিতে বিদ্যুৎ লাইনের খবর প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বাঁশের খুঁটি সরিয়ে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের নির্দেশ দেন।
এদিকে বাঁশের খুঁটি সরিয়ে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের ফলে হাওরের কৃষকের মনে স্বস্তি ফিরেছে।
মন্তব্য করুন