ভোট নিয়ে ষড়যন্ত্র করা হলে তা নস্যাৎ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
শুক্রবার (৩ জানুয়ারি) নেত্রকোনার বারহাট্টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর মুক্তভাবে কথা বলতে পারছি এ জন্য আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া। এই দীর্ঘ সময়ে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোটাধিকারের জন্য কথা বলে মিথ্যা মামলায় কারাভোগ করেছেন। এরপর দীর্ঘ ১৬ বছর ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে নেতৃত্বের সুফলেই জুলাই বিপ্লবের ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। যার নায়ক ছিলেন তারেক রহমান।
ড্যানী বলেন, তারেক রহমানের ১৬ বছরের নেতৃত্ব ও দিকনির্দেশনা ছাত্র, যুবক ও মেহনতী মানুষকে শক্তি জুগিয়েছে। এই আন্দোলনেই ফ্যাসিস্ট পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। কিন্তু ফ্যাসিস্ট বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশে ঘাপটি মেরে আছে। দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এমন কোনো নেতাকর্মী বাকি নেই যারা অত্যাচারের শিকার হননি। তারেক রহমানের পরিকল্পনায় জুলুম-অত্যাচারের অবসান হলো।
এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভী, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
মন্তব্য করুন