জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজামান নাদিম তালুকদারকে (৫৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আত্মগোপনে থাকা নাদিম তালুকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও হত্যা চেষ্টার ৬টি মামলা রয়েছে। জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে গুলিতে নিহত হন জেলার পাচবিবি কারিগরি কলেজের ছাত্র নজিবুল সরকার ওরেফ বিশাল এবং জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার শেখপাড়া মহল্লার অটোরিকশাচালক মেহেদী হাসান। নিহত কলেজছাত্র বিশালের বাবা মজিবুল সরকার এবং নিহত অটোরিকশাচালক মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় দুটি হত্যা মামলা করেন। এ দুটি হত্যা মামলাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে আরও ৪টি মামলা করেন আহত শিক্ষার্থীরা। এসব মামলায়ও আসামি নাদিম তালুকদার।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বলেন, তার বিরুদ্ধে দুটি হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মোট ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তার আনোয়ারুজ্জামান নাদিম তালুকদারকে ঢাকা থেকে জয়পুরহাট সদর থানায় নেওয়া হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন