বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া বলেছেন, ছাত্ররা এগিয়ে গেলে, দেশ এগিয়ে যাবে। ছাত্ররাই আগামীর কান্ডারি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাপুর কলেজ ছাত্রদল আয়োজিত র্যালি ও ছাত্র সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ছাত্ররা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। সুন্দর দেশ গড়ার জন্য ছাত্ররা এগিয়ে আসুক দলে দলে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি ও সোনাপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সজীব রহমানের নেতৃত্বে সোনাপুর কলেজের সামনে থেকে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে কলেজসহ আশপাশের ইউনিটের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালি শেষে জেলা শহর মাইজদীর পৌর বাজারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন