নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এক ঝটিকা মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন, ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূইয়া লেলিন।
বৃস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে এ ঝটিকা মিছিলটি হয় বলে জানা গেছে।
এ সময় মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মনির, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ, মাধবদী পৌরসভা ছাত্রলীগের সভাপতি আতিফ আসলাম, রায়পুরা পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরী, মনোহরদী উপজেলা ছাত্রলীগ নেতা আহাদুল্লাসহ অন্তত ২৫/৩০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়।
জানা যায়, মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর ব্রিজ থেকে শুরু হয়ে শিবপুর এলাকার সুলতানা কামাল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
রেহানুল ইসলাম ভূইয়া লেলিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘৫ আগস্টের পর আজ প্রথম নরসিংদীতে জেলা ছাত্রলীগের সভাপতি আমার প্রিয় ছোট ভাই আহসানুল ইসলাম রিমনের দিক নির্দেশনায় ও আমার তত্ত্বাবধানে মিছিল করলাম। ছাত্রলীগের সাবেক একজন সামান্য কর্মী হিসেবে বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের ভাইদের নিয়ে রাজপথে আমার নেতৃত্বে মিছিলটি হয়।’
এ বিষয়ে শিবপুর থানার ওসি মো. আফজাল হোসাইন বলেন, মিছিলের কথা শুনেছি এবং একটি ভিডিও লিংক পেয়েছি। তবে ঠিক কোথায় মিছিল করেছে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে কাজ চলছে, মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, নরসিংদী সদরে এমন কোনো মিছিল হয়নি।
মন্তব্য করুন