বরিশাল ব্যুরো
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দুদিন ধরে সূর্যের দেখা নেই বরিশালে

মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায় আচ্ছন্ন বরিশাল। ছবি : কালবেলা
মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায় আচ্ছন্ন বরিশাল। ছবি : কালবেলা

গত দুদিন ধরে বরিশালে সূর্যের দেখা নেই। ফলে মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায় শীতের তাপমাত্রাও বৃদ্ধে পেয়েছে। আগামী ২-৩ দিনে বরিশাল অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বুধবার (০১ জানুয়ারি) দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন কেটে গেলেও বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।

ফলে সকাল থেকেই ভোগান্তির চিত্র ফুটে ওঠে জনজীবনে। ঘনকুয়াশার কারণে সড়ক ও নৌপথে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দেখা যায়নি মানুষদের। রাস্তাঘাট ফাঁকা থাকায় ব্যবসা-বাণিজ্যে নেমে আসে অস্থিরতা। তবে দুপুরের পর ভিড় দেখা যায় ফুটপাতের গরম পোশাকের দোকানে।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানিয়েছেন, গত দুদিন ধরেই বরিশালে সূর্যের দেখা নেই। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। এ কারণে আকাশ মেঘলা। তার ওপর এখন শীতকাল হওয়ায় ঘনকুয়াকাশা রয়েছে। এসব কারণে শীতের তীব্রতা কিছুটা বেশি। এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি মৌসুমে এখনো সৈত্যপ্রবাহ বয়ে যায়নি বরিশালে। ৮ ডিগ্রি সেলসিয়ানের নিচে তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তবে সূর্যের আলো না থাকায় দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। আগামী তিনদিনে তাপমাত্রা আরও কমে কমবে বলে জানান তিনি।

সরেজমিনে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরিশাল নদীবন্দরে দেখা যায়, মেঘাচ্ছন্ন আকাশ এবং ঘনকুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের চাপ কমে গেছে। তাছাড়া নির্ধারিত সময়ে নৌ-যান ছেড়ে গেলেও ঘনকুয়াশাকার কারণে গন্তব্যে পৌঁছতে এক থেকে দুই ঘণ্টা বেশি সময় লেগে যাচ্ছে।

অপরদিকে, আকাশ মেঘলা ও ঘনকুয়াশার কারণে বিমান ও সড়ক পথেও কিছুটা ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।

পরিবহন চালক এবং যাত্রীরা বলছেন, বরিশালের গৌরনদী, ভুরঘাটা, মাদারীপুর, ভাঙা এলাকার মহাসড়ক দিনের বেলাতেও কুয়াশায় ঢাকা ছিল। বেলা ১২টার পর আকাশ কিছুটা পরিষ্কার হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, শীতে শুধু এবং বয়স্ক মানুষের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. মোস্তফা কামাল বলেন, ‘শীতে মানুষ এলার্জি এবং সর্দি-কাশিসহ নানা ধরনের রোগাক্রান্ত হতে পারে। এজন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটা পোশাক পড়তে হবে।’

বিশেষ করে শিশু এবং বয়স্কদের যত্নের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। শিশুদের ভেজা জায়গায় যেমন রাখা যাবে না, তেমনি সবসময় মোটা কাপড় পরিয়ে রাখতে হবে। বৃদ্ধ-বৃদ্ধাদের ক্ষেত্রে একই দৃষ্টি রাখা জরুরি। প্রয়োজনে তাদের ফুটানো পানি পান করানোর পরামর্শ দেন এই চিকিৎসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ

সরিষাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পীরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

দায়িত্ব অবহেলায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডিকে তিনমাসের বাধ্যতামূলক ছুটি

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধি সভা

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে উইন্টার ও স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

৪৩তম বিসিএসে বাদ পড়াদের অধিকাংশ হিন্দু দাবি করে ভারতীয় মিডিয়ার গুজব

নিহত ছাত্রদল নেতা সবুজ হাসানের পরিবারের পাশে তারেক রহমান

রমজানে ঢাকার ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি হবে ডিম-মুরগি

১০

সুবাতাস বইছে ঢাকা-দিল্লি সম্পর্কের পালে

১১

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬

১২

রাঙামাটিতে প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে আইএসপিআরের দাবি নাকচ ইউপিডিএফের

১৩

ফারুকের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

১৪

উঠান বৈঠকে বিএনপি, আবেদের কোম্পানিগঞ্জ দিয়ে শুরু

১৫

নদীতে আফগান বাঁধ, ইরানের প্রতিবাদ

১৬

তাহসানের হবু শ্বশুর শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক

১৭

ছেলের বউকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রাণ গেল শ্বশুরের

১৮

৬৫ পণ্যে ভ্যাট : যে ব্যাখ্যা দিল এনবিআর

১৯

‘পতিত সরকারের দোসররা এখনো ঘাপটি মেরে রয়েছে’

২০
X