বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমরা মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে ক্ষমতায় যেতে চাই না। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে চাই।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলা কৃষক দলের অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫টি বছর আমরা রক্ত ঝরিয়েছি। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছি, আগামীতেও করব। বাবুল বলেন, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। অনেকে মনে করেন হাসিনাসহ আওয়ামী লীগের দোসররা পালিয়ে গেছে, আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে। বিএনপিকেও মাইনাস করবেন বলে চিন্তা করছেন। এটা চিন্তা করা বোকার স্বর্গে বাস করার মতো হবে, এটা ভাবার সুযোগ নেই। আমরা লড়াই সংগ্রাম এ পর্যন্ত নিয়ে এসেছি কিন্তু ট্রেনিং জমা দিই নাই। প্রয়োজনে আবারও লড়াই করব।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের অফিস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাঙ্গা উপজেলার সভাপতি সাইদ মুন্সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মুরাদ হোসেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ, পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সি, সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সিসহ ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন