হিমেল বাতাসের দাপটে বিপর্যস্ত শষ্যভান্ডার খ্যাত উত্তরের জনপদ নওগাঁ। ফলে থমকে গেছে এ জেলার জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এতে নিদারুণ কষ্টে পড়েছে, দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
স্থানীয়রা জানান, গত দুদিন থেকে আবারও বেড়েছে শীতের দাপট। তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে।
সদর উপজেলার বরুনকান্দি এলাকার রিকশাচালক লিটন বলেন, গত দুই থেকে খুব শীত পড়েছে। এত বাতাস হচ্ছে সবাইকে একেবারে কাবু করে ফেলেছে। এর মধ্যে গাড়ি চালানোই কষ্ট। যাত্রী পাওয়া যাচ্ছে না।
মাঠে কাজ করতে আসা দিনমুজুর সুমন বলেন, কাজ না করলে খাওয়া নেই। তাই কাজ করতে এসেছি। মাঠে এসে যে ঠান্ডা অনুভব করছি, তাতে আমরাই বুঝেছি কেমন ঠান্ডা পড়ছে। তারপরও জীবিকার তাগিদে কাজ করতে হবে।
নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান কালবেলাকে বলেন, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে।
মন্তব্য করুন