রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি, একাডেমি ছাড়ার নির্দেশ

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি। ছবি : সংগৃহীত
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে প্রশিক্ষণরত ৮ এসআই অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাত ৯টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে এ ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। এরইমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ নভেম্বর ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরও আটজনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতি পাওয়া এক এসআই বলেন, তাদের সন্ধ্যার পর অব্যাহতিপত্র ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাত নয়টার মধ্যে পুলিশ একাডেমি ছাড়তে বলা হয়েছে।

এর আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। ২০২৩ সালের ২০ অক্টোবর ওই কর্মকর্তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতেও এসেছিলেন। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবার ২৪ নভেম্বর এ অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। পরে সেটিও স্থগিত করা হয়।

এ বিষয়ে জানতে একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার মেবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকরাইল মসজিদ থেকে ইজতেমার তারিখ ঘোষণা

নেত্রকোনায় নাশকতা মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা প্রত্যাহার

গণ অভ্যুত্থানে রাকিবকে হারিয়ে দিশাহারা রাকিবের পরিবার

রেললাইনের পাশে পড়ে ছিল স্বামী-স্ত্রীর খণ্ডিত লাশ

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি সজিব গ্রেপ্তার

পরকীয়ার বলি শিশু আমেনা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

‘বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবিতে আলটিমেটাম

টেকনাফে ফাঁকা গুলি ছুড়ে ফের অপহরণ

১০

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৬৪ মামলা

১১

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

১২

প্রেসক্লাব চৌগাছার সভাপতি জাফর, সেক্রেটারি আজিজুর

১৩

রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

১৪

টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের উৎপাত, ব্যবস্থা নিল প্রশাসন

১৫

১৪ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজি নিহত

১৬

বিপিএল ২০২৫ / ঢাকা পর্ব শেষে কে কোথায় দাঁড়িয়ে?

১৭

পান্তের ঝড়ো ইনিংসের পর বোলান্ডের দাপটে সমতায় সিডনি টেস্ট

১৮

অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য

১৯

জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই তামিমের

২০
X