ছাত্রদল রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার অমি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। গত ১৬ বছর মানুষের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার রক্ষায় তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছে। জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেছে। ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতনে কাজ করেছে। এখন ছাত্রদল রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য কাজ করবে।
তিনি বলেন, ছাত্রদল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। এই সংগঠনের ত্যাগ ও সংগ্রাম আমাদের দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে শক্তি জোগাবে।
এ সময় উপজেলা ছাত্রদল আয়োজিত র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক হাজি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুবেল, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত সাবেক ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, শাক্তা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নওশাদ, তারানগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শামসুল আরেফিন আরিফ, সাধারণ সম্পাদক মো. সোহেল, কলাতিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোয়েব আহমেদ রাতুল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, রুহিতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি, হযরতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মনির, কালিন্দী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তালহা যুবায়ের, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান অপু, ভাকুর্তা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল লাল, তেঁতুলজোড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ জিসান প্রমুখ।
মন্তব্য করুন