ঘনকুয়াশা কেটে যাওয়ায় প্রায় ৬ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু রয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফ্লাইট চলাচল বন্ধ হয়। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সকাল ৬টায় তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ভিজিবিলিটি ১০০ মিটার রেকর্ড করা হয়। ফলে সকালের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বেলা দেড়টার পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্তু কোনো ফ্লাইট নামতে পারেনি।
মন্তব্য করুন