নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে (৪০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে নরসিংদী মডেল থানার কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ এ তথ্য জানান।
এর আগে একই দিন রাত ৯টার দিকে পাঁচদোনার আসমান্দীর চর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ আলম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে অতর্কিত আসমান্দির চর গ্রামের একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এলাকাবাসী সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীর দুটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়। পরে রাতেই তাকে নরসিংদী সদর মডেল থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুন কবিরকে (৩৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম।
মন্তব্য করুন