ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশার কারণে নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রার দুটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে আসেনি। ফলে বিমানবন্দরে শতাধিক যাত্রী আটকা পড়েছে। তবে দুপুর সাড়ে ১২টার পর দৃষ্টিসীমা বাড়লে ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করবে।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। দৃষ্টিসীমা বাড়লে দুপুরের পর ফ্লাইট চলাচল করবে।
সূত্র মতে, শীতকালে এ অঞ্চলে রাতে ঘন কুয়াশা পড়ায় সকালে ও রাতে শিডিউল মেনে ফ্লাইটের চলাচল সম্ভব হচ্ছে না। ফলে প্রায় প্রতিদিনই ফ্লাইটের শিডিউল বিঘ্নিত হচ্ছে। এতে যাত্রীরা কিছুটা হলেও ভোগান্তির শিকার হচ্ছেন।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সকাল ৬টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) ছিল মাত্র ১০০ মিটার। বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার দৃষ্টিসীমা প্রয়োজন। দুপুরের পর আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট চলচল স্বাভাবিক হবে। শীতকালে মূলত এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে বিমান চলাচল করে থাকে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া কালবেলাকে জানান, ঘন কুয়াশায় সৈয়দপুরের আকাশে ভিজিবিলিটি অপর্যাপ্ত থাকায় এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের অবতরণ পিছিয়ে দেওয়া হয়েছে। দুপুরের পর আবহাওয়ার উন্নতি হলে সব ফ্লাইটের ওঠানামা স্বাভাবিক হবে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
মন্তব্য করুন