চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে সভাপতি ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্য হলেন, শিক্ষক প্রতিনিধি হোসনে আরা বেগম ও অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।
চিঠিতে বলা হয়, সরকারের পূর্বানুমোদনক্রমে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪(১) অনুসারে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নিম্ন বর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হল।
এডহক কমিটিকে প্রবিধি ৬৪, ৬৫, ৬৬ অনুসরণপূর্বক কার্য সম্পাদন করতে হবে। এডহক কমিটি গঠনের ০৬ (ছয়) মাসের মধ্যে বর্ণিত প্রবিধানমালার বিধান অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভনিং বডি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, এডহক কমিটি অনুমোদিত হবার ছয় মাসের মধ্যে গভনিং বডি গঠনে ব্যর্থ হলে মেয়াদ শেষে উক্ত এডহক কমিটি বিলুপ্ত হয়ে যাবে।
মন্তব্য করুন