পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ

রংপুরের পীরগঞ্জে ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযুক্ত এক পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
রংপুরের পীরগঞ্জে ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযুক্ত এক পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

রংপুরের পীরগঞ্জে কাঁচামাল ব্যবসায়ীদের আড়তে অভিযান চালিয়ে ৯৯ হাজার ৭০০ টাকা, ছয়টি মোবাইল কেড়ে নিয়ে মারধরের পর থানায় নিয়ে জুয়ার মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন। পরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে শতাধিক গাড়ি আটকা পড়ে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের কলাবাগান (শুকানচৌকি) বাজারে মানববন্ধন শেষে মহাসড়কের একদিকে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তব্য দেন ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদুল ইসলাম, আবু তাহের, নালো মিয়া, স্থানীয় বাসিন্দা একরামুল হক, দেলোয়ারা বেগমসহ অনেকে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গত ২৭ ডিসেম্বর রাতে পীরগঞ্জ থানা পুলিশের এসআই মশিউর ও এএসআই জুয়েল রানাসহ কয়েকজন পুলিশ সদস্য রাত দেড়টার দিকে ব্যবসায়ী রাশেদুল ও সাজুর আড়তঘরে ঢোকেন। এ সময় পেঁয়াজ ও কচুরমুখীর বীজ লোড-আনলোড শেষে সাতজন ব্যবসায়ী হিসাব-নিকাশ করছিলেন। পুলিশ সদস্যরা তল্লাশি চালান এবং যার কাছে যা কিছু আছে দিতে বলেন। এ সময় জোর করে আড়তদার রাশেদুল ইসলামের ১০ হাজার ৫০০, বাক্সে রক্ষিত ৮ হাজার ৫০০, সাজু মিয়ার ১২ হাজার ৩০০, ব্যবসায়ী আবু তাহেরের ১৫ হাজার ৪০০, মিলন মিয়ার ১৩ হাজার ৭০০, বিলু মিয়ার ১৭ হাজার ৩০০, রবিউল ইসলামের ৭ হাজার, নালো মিয়ার ১৫ হাজার টাকাসহ মোট ৯৯ হাজার ৭০ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনগুলো কেড়ে নিয়ে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দেন।

এর মধ্যে নালো মিয়া কৌশলে ঝাঁপ খুলে পালিয়ে যান। বাকি ছয়জনকে আটক করে থানায় এনে জুয়া খেলার অপরাধে এসআই মশিউর বাদী হয়ে মামলা করে আদালতে পাঠান। মামলার জব্দ তালিকায় ৯ হাজার ৮৭০ টাকা উল্লেখ করলেও বাকি ৮৯ হাজর ৮৩০ টাকা ও মোবাইল ফেরত দেয়নি পুলিশ।

ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, ইদানীং পুলিশ বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে। এলাকায় মাদকে ছড়াছড়ি অথচ মাদক কারবারিদের আটক না করে সেবনকারীকে মাঝেমধ্যে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে টাকার বিনিময়ে মাঝপথে ছেড়ে দেয়।

তারা আরও জানান, রাশেদুলসহ ভুক্তভোগীরা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের জুয়ার মামলায় ফাঁসিয়ে টাকা মেরে দিয়েছেন পুলিশ সদস্যরা। দ্রুত মামলা প্রত্যাহার, কেড়ে নেওয়া টাকা ফেরত দেওয়াসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান। মহাসড়ক অবরোধকালে মহাসড়কের এক পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অভিযোগ বিষয়ে এসআই মশিউর জানান, এলাকাবাসীর অভিযোগে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘরে অভিযান চালানো হয়। এখন তারা পুলিশের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য উপস্থাপন করছে।

এএসআই জুয়েল রানা জানান, তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। টাকার পরিমাণ যা ছিল, তা জব্দতালিকায় দেখানো হয়েছে। বাড়তি টাকার বিষয়টি সত্য নয়।

ওসি এমএ ফারুক জানান, তাস দিয়ে জুয়া খেলার অপরাধে এসআই মশিউর ও এএসআই জুয়েল রানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জুয়া আইনে নিয়মিত মামলার পর তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ সদস্যরা কোনো অপরাধ করলে তার দায়ভার নেব না; বরং শাস্তির ব্যবস্থা করা হবে।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানান, জুয়া বর্তমানে সমাজে ছড়িয়ে পড়েছে। পুলিশ জুয়ার বিরুদ্ধে অপারেশন চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের আলোকে দেশ সাজাব :  মিজানুর রহমান আজহারী

বিরোধী প্রেসিডেন্ট প্রার্থীকে ধরতে কোটি টাকা পুরস্কার ঘোষণা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল 

চিত্রনায়িকা অঞ্জনা আর নেই

মিজানুর রহমান আজহারীর মাহফিলে জনতার ঢল

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে নৈশভোজ মঈন খানের 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অর্জন করেছে ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’

সাভারে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

পেরেরার সেঞ্চুরিতেও ঢাকার হ্যাটট্রিক হার

১০

গুচ্ছে থাকা নিয়ে ধোঁয়াশা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের

১১

হাইকোর্টে শুরু হচ্ছে নতুন অধ্যায়ের সূচনা

১২

১১ মামলার আসামি সাইদুল গ্রেপ্তার

১৩

চট্টগ্রামের প্রতিটি জায়গায় বিন বসাবে চসিক

১৪

উখিয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে ৭ দফা দাবিতে মানববন্ধন

১৫

রাঙামাটিতে ইউপিডিএফের দুটি ক্যাম্পের সন্ধান

১৬

ক্রিকেট খেলা নিয়ে লঙ্কাকাণ্ড, আহত ২০

১৭

বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

১৮

মৃত ব্যক্তি বাড়ি ফিরলেন পায়ে হেঁটে!

১৯

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ

২০
X