ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাকির হোসেন নামে একজনকে কোপানোর অভিযোগ উঠেছে। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত মীর জাকির হোসেন নাসিরনগর সদর ইউনিয়নের মৃত মীর মহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।
জানা যায়, প্রায় ১০ বছর আগে বিয়ে করেন শাহিন মিয়া। দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক শাহিন তিন বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরই মধ্যে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মীর জাকির হোসেনের। একপর্যায়ে ৬ ডিসেম্বর জাকিরের হাত ধরে স্বামীর সংসার ছাড়েন তিনি। বিষয়টি জানার পর গত ১১ ডিসেম্বর সৌদি থেকে দেশে ফিরে স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন চেষ্টা চালিয়ে ব্যর্থ হন শাহিন। পরে ঘটনার দিন সন্ধ্যায় জাকিরকে কুপিয়ে আহত করেন।
এ ব্যাপারে প্রবাসী শাহিন মিয়া বলেন, ‘ফ্রিজ কিনতে নাসিরনগর গিয়া আমার স্ত্রীর সঙ্গে জাকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার তিনডা সন্তান ফালাইয়া সে আমার বউডারে নিয়া গেছে। জাকিরেরও তিনডা সন্তান আছে। সৌদি আরবে সকাল ৬টা থেকে রাইত ১২ডা পর্যন্ত কাজ করে টাকা পাঠাইসি। সেই টাকা নিয়া আমার বউ অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে। আমার টাকা পয়সা নিয়ে ওরা আলাদা বাসা নিয়ে থাকে। আমার বাচ্চাগুলোর দিকে তাকাইলে কইলজাডা ফাইট্টা যায়, সারা রাত আমার বাচ্চারা কান্না করে। সেই কষ্টে আমি জাকিরকে কুপাইছি। এখন যদি আমার ফাঁসিও হয় আমার কষ্ট নাই। আর যেন কেউ পরকীয়া না করে এর লাইজ্ঞা কুপাইসি।’
নাসিরনগর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে শাহিন মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন