কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ধানের দাম কমায় হতাশ চরাঞ্চলের কৃষকরা

পটুয়াখালীর বাউফলের কালাইয়াহাটে আমন ধান বিক্রির চিত্র। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফলের কালাইয়াহাটে আমন ধান বিক্রির চিত্র। ছবি : কালবেলা

‘এই রোহম কোম দাম পাইলে পোলা-মাইয়া লইয়া হারা বচ্ছর চলমু ক্যামনে’ ধান বিক্রি করতে এসে এভাবেই হতাশা ব্যক্ত করলেন কৃষক আলমগীর গাজী (৬৮)। সপ্তাহের ব্যবধানে উপকূলীয় দক্ষিণাঞ্চলের বৃহত্তর ধানের হাট পটুয়াখালীর বাউফলের কালাইয়াহাটে আমন ধানের সরবরাহ বাড়তে থাকায় দাম পড়ে যাওয়ায় হতাশ কৃষকরা।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চরাঞ্চল থেকে চলতি মৌসুমে উপজেলায় ৩৪ হাজার ৬৫১ হেক্টরে আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। গত বছরের তুলনায় এবার ফলনও ভালো পেয়েছেন কৃষকরা।

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ধানের হাট কালাইয়া। সপ্তাহের সোমবার ধান বেচাকেনা হয় এ হাটে। পাইকার, আড়তদার ও ধান বিক্রি করতে আসা কৃষকরা কালবেলাকে জানান, প্রতি মণ স্থানীয় মোতামোটা জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।

ইরি প্রতি মণ ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ২৬০ টাকা, স্বর্ণমুসরী ১ হাজার ৩০০ এবং সুগন্ধি জাতের কালিজিরা ও স্বাক্ষরখোরা ধান ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সময়ের সঙ্গে তাল রেখে বরাবরের মতো আগাম জাতের শাইল ধানের সরবরাহ কমলেও হাটে ভর মৌসুমের আমনের সরবরাহ বেড়েছে।

গত এক সপ্তাহের ব্যবধানে বৃহত্তম এ ধানের হাটে আমন ধানের দাম প্রতি মণে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমে গেছে।

ধান বিক্রি করতে আসা উপজেলার ভরিপাশা গ্রামের আলমগীর গাজী বলেন, ‘২৫ মণ মোতামোটা ধান আনছিলাম। ১৪০০ টাকা দরে বেইচ্চা দিছি। মাইনেষের পাওনা-দাওনা রইছে। ঘরে অসুস্থ বউয়ের ওষুধপথ্য কেনন লাগে। এই রোহম কোম দাম পাইলে পোলা-মাইয়া লইয়া সারা বচ্ছর চলমু ক্যামনে। কৃষকরা বাঁচবে ক্যামনে।’ হাটের দিন চট বিছিয়ে ধান কিনে ব্যবসা করেন দাশপাড়া গ্রামের জহিরুল ইসলাম হাওলাদার। ৪০০ মণ মোতামোটা ও ইরি-২৩ জাতের ধান কিনেছেন তিনি। করেন কৃষিকাজও।

জহিরুল জানান, এ বছর ১ একর জমিতে আমন ধানের চাষ করেছেন তিনি। বছর মেয়াদি জমির ক্রয়মূল্য হিসাবে ৬ হাজার টাকা পরিশোধের পর প্রতি শতাংশে ৫০ টাকা হিসেবে চাষের খরচ হয়েছে তার। এরই সঙ্গে বীজ, চারা রোপণ ছাড়াও সার-ওষুধে খরচ হয়েছে ১ হাজার ৩০০ টাকা। এরপর ধান কাটা ও মাড়াই নিয়ে যে খরচ হয়েছে তাতে ধানের দাম উঠবে না। তিনি প্রশ্ন তুলেছেন, চাষবাসে নানা প্রতিকূলতার পরে বাজারদর পড়ে গেলে কৃষক ধান চাষ করবে কেন?

হাটে ধান বিক্রি করতে আসা মোহাম্মদ আলী নামে ধানদী গ্রামের এক কৃষক জানান, সোমবারের কালাইয়া হাটে হাজার হাজার মণ ধান কেনাবেচা হয়। আগের সপ্তাহে এ হাটে মণপ্রতি সাদামোটা ও মোতামোটা জাতের ধানের মূল্য ছিল ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকা। এ সপ্তাহে তা ১৫০ থেকে ২০০ টাকা কমে গেছে। এখানকার চরাঞ্চলের হাজার হাজার কৃষক বছরভর তাকিয়ে থাকেন আমন ধানের ওপর। পারিবারিক সচ্ছলতার জন্য এখানকার কৃষকরা সাধারণ আমন ধান আবাদে বেশি নির্ভরশীল। অথচ জমির মূল্য, সার, কীটনাশক, শ্রমিক মজুরিসহ মণপ্রতি ধান উৎপাদনের খবর অনেক বেশি হয়ে যায়। এখন আমন ধানের বাজারদর ভালো না পেলে বোরোসহ অন্যন্য রবিশস্য আবাদে কৃষকরা হাত গুটিয়ে রাখবে। ধানের দাম পড়ে যাওয়ায় এখানকার কৃষকের চোখেমুখে এখন শুধুই হতাশা।

সংসারের খরচ চালাতে ১৫ মণ ধান বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে গেলেও দর কম থাকায় বিক্রি না করে ফের বাড়িতে ফেরত নিয়ে যেতে দেখা যায় নিমদী চরের কৃষক জামাল মৃধাকে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে জানান, এ বছর সরকার নির্ধারিত মণপ্রতি ১ হাজার ৩২০ টাকা হিসাবে কৃষকের কাছ থেকে ২ হাজার ৩০০ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এরই মধ্যে উপজেলা কৃষি অফিসের তালিকা অনুযায়ী ৩০০ কৃষক অনলাইনে আবেদন করেছেন। তবে এসব কৃষকের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধান পাওয়া যায়নি। সংগ্রহ শুরু হলে ধানের দাম বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, দেশের উত্তরাঞ্চলের তুলনায় এখানকার ফসল মৌসুমের ২০ থেকে ২২ দিনের ব্যবধান থাকে। উপজেলার চরাঞ্চলে এখন আমন কাটার ভর মৌসুম চলছে। চলতি মৌসুমে আমনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। গত বছরের তুলনায় এবার ফলনও ভালো পাচ্ছেন কৃষকরা। সরকারিভাবে সংগ্রহ শুরু হলে হাটে আমন ধানের দাম বৃদ্ধি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের আলোকে দেশ সাজাব :  মিজানুর রহমান আজহারী

বিরোধী প্রেসিডেন্ট প্রার্থীকে ধরতে কোটি টাকা পুরস্কার ঘোষণা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল 

চিত্রনায়িকা অঞ্জনা আর নেই

মিজানুর রহমান আজহারীর মাহফিলে জনতার ঢল

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে নৈশভোজ মঈন খানের 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অর্জন করেছে ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’

সাভারে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

পেরেরার সেঞ্চুরিতেও ঢাকার হ্যাটট্রিক হার

১০

গুচ্ছে থাকা নিয়ে ধোঁয়াশা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের

১১

হাইকোর্টে শুরু হচ্ছে নতুন অধ্যায়ের সূচনা

১২

১১ মামলার আসামি সাইদুল গ্রেপ্তার

১৩

চট্টগ্রামের প্রতিটি জায়গায় বিন বসাবে চসিক

১৪

উখিয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে ৭ দফা দাবিতে মানববন্ধন

১৫

রাঙামাটিতে ইউপিডিএফের দুটি ক্যাম্পের সন্ধান

১৬

ক্রিকেট খেলা নিয়ে লঙ্কাকাণ্ড, আহত ২০

১৭

বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

১৮

মৃত ব্যক্তি বাড়ি ফিরলেন পায়ে হেঁটে!

১৯

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ

২০
X